সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয়। তবে সিগারেট খেলে মস্তিস্কে কী হয়, সেটি অনেকের অজানা। ‘অ্যানিমেটেড বায়োমেডিকেল’ এ নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কেউ একটি সিগারেট খেলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে সিগারেটের নিকোটিন মস্তিস্কে পৌঁছে যায়। যা একটা মানুষকে সিগারেটে আসক্ত করে তুলে।
এই অ্যানিমেশন ভিডিওতে বলা হয়েছে, “আপনার মস্তিস্কে সিগারেটের নিকোটিন পৌঁছাতে প্রায় ১০ সেকেন্ড সময় লাগে। নিকোটিন পৌঁছানো সঙ্গে সঙ্গে আপনি ভালো অনুভব করেন। সময়ের সঙ্গে আপনার মস্তিস্ক ‘এই ভালো লাগার’ সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। তখন আপনি আর নিকোটিন ছাড়া থাকতে পারেন না। যার অর্থ আপনি আসক্ত হয়ে পড়েছেন।”