৩৫ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ দল তখন মহাবিপদে। খাদের কিনারা থেকে বহুবার দলকে টেনে তোলার দায়িত্বটা ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাঁধে। তবে তিনি সে দায়িত্বটা নিতে পারলেন কই?
অক্ষর প্যাটেলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। গোল্ডেন ডাক। এই আউটের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের দিকে এগিয়ে গেলেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেটে তার ‘শূন্য’ এখন ৩৩টি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে এখন যৌথভাবে দুইয়ে মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার সমান ৩৩টি শূন্য রয়েছে মাশরাফি বিন মুর্তজার।