জাকেরের সহজ ক্যাচ মিস নিয়ে যা বললেন হৃদয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬

ব্যাট হাতে দলের বিপদে শক্ত হাতে হাল ধরেন জাকের আলি। দুর্দান্ত ইনিংস খেলে দলকে বিপদ থেকে রক্ষা করেন এই ব্যাটার। তবে ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে লোকেশ রাহুলের সহজ ক্যাচ মিস করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে জাকের পাশে পাচ্ছেন তাওহিদ হৃদয়কে। এটাকে খেলার অংশ হিসেবে দেখছেন হৃদয়। 


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকেরের ক্যাচ মিস করা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘এটা ঠিক আছে। খেলারই অংশ। তারা ভালো বল করেছে, শামি ভালো বল করেছে। জাকের ক্যাচ ড্রপ করেছে এটাও খেলারই অংশ। সমস্যা নেই। আশা করি ভালোভাবে কামব্যাক করব।’


আগের ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তাছাড়া বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও