ওপেনএআই ও ডিপসিকের চেয়ে এগিয়ে গ্রোকের নতুন মডেল

বণিক বার্তা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১

মার্কিন ধনকুবের ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ‘এক্সএআই’। লাইভ সম্প্রচারের মাধ্যমে সোমবার উন্মুক্ত করা হয়েছে কোম্পানিটির এআই চ্যাটবট ‘গ্রোক ৩’। স্যাম অল্টম্যানের ওপেনএআই ও চীনের ডিপসিকের মতো প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানির চেয়ে এক্সএআইয়ের চ্যাটবট মডেলটি আরো ভালো ফলাফল দিতে সক্ষম বলে দাবি মাস্কের। খবর নিউইয়র্ক পোস্ট।


ওপেনএআইয়ের জিপিটি-৪ও, গুগলের জেমিনি, অ্যানথ্রোপিকের ক্লদ ও ডিপসিকের ভি৩ মডেলের চেয়ে গণিত, বিজ্ঞান ও কোডিংয়ের পরীক্ষায় বেশি স্কোর করেছে গ্রোক ৩ এআই মডেলটি। এ-সংক্রান্ত একটি ফলাফল সোমবার অনুষ্ঠিত লাইভ সম্প্রচার অনুষ্ঠানে দেখানো হয়েছে। এর পর থেকে বিশেষজ্ঞরা মনে করছেন, এআই প্রতিযোগিতায় নতুন মডেলটি মাস্ককে এগিয়ে রাখতে সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও