You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত হয়নি ‘ডিকটেটর জেলেনস্কি’র : ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ডিকটেটর বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মোটামুটি সফল কমেডিয়ান জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে রাজি করিয়েছেন এমন যুদ্ধের জন্য, যা জেতা সম্ভব নয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ ও এক্সে তিনি এসব মন্তব্য করেছেন।

জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি স্বীকার করেছেন যে আমরা তাকে যে অর্থ দিয়েছি তার অর্ধেকেরই ‘হদিস নেই’। তিনি নির্বাচন দিতেও অস্বীকৃতি জানিয়েছেন, ইউক্রেনের জনমত জরিপে তার জনপ্রিয়তা খুবই কম; তিনি শুধু বাইডেনকে ‘বাদ্যযন্ত্রের মতো বাজানো’তেই দক্ষতা দেখিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “ইতিমধ্যে আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সফলভাবে আলোচনা করেছি এবং বিষয়টি সবাই স্বীকার করে যে একমাত্র ‘ট্রাম্প’ এবং ট্রাম্প প্রশাসনই এটা করতে পারবে। বাইডেন কখনো চেষ্টা করেননি, ইউরোপ শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে এবং জেলেনস্কি সম্ভবত এটাই চান- এই পরিস্থিতি চলতে থাকুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন