রাজনৈতিক দুর্বৃত্তায়নে আমলাতন্ত্রের বাড়বাড়ন্ত

দেশ রূপান্তর সেলিম খান প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০

বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় প্রকৃত অর্থে রাজনীতিবিদদের অংশগ্রহণ যে হারে কমছে, ঠিক একই হারে বাড়ছে আমলাদের কর্র্তৃত্ব, আধিপত্য ও অংশগ্রহণ। এর অন্যতম কারণ হচ্ছে, রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই। পাকিস্তানবিরুদ্ধ আন্দোলন-সংগ্রামে রাজনীতি ছিল স্বাধিকার অর্জনের। যা শেষ পর্যন্ত এই জনপদের মানুষের স্বাধীনতা তথা মুক্তি অর্জনের মধ্য দিয়ে পরিণতি লাভ করে। ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।


দুঃখজনক হলেও সত্যি যে, দেশটি স্বাধীন এবং স্বতন্ত্র হলেও, এই রাষ্ট্রটি কীভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবেন, পরিচালনার ধরন ও প্রকৃতি কেমন হবে সে নিয়ে তেমন কোনো সুনির্দিষ্ট চিন্তন বা সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল না মুক্তিযুদ্ধে নেতৃত্বের দাবিদার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। সংগতকারণেই নতুন রাষ্ট্রের শাসনকাঠামোতে অনেকাংশেই প্রতিস্থাপন করতে হয় পূর্বতন পাকিস্তান রাষ্ট্রের সব আইনকানুন। এমনকি প্রশাসনিক কাঠামোতেও বহাল রাখা হয়, ঔপনিবেশিক ধাঁচের আমলাতান্ত্রিক বিধি-ব্যবস্থা ও শাসনাচার। হুবহু থেকে যায় সেই পুলিশ বাহিনী, সেই সমর ব্যবস্থা!


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও