You have reached your daily news limit

Please log in to continue


চরের কবলে নদীর ধারা, হুমকিতে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার

পদ্মা নদীর যে স্থান থেকে ঢাকা ওয়াসার পদ্মা-যশলদিয়া পানি শোধনাগারের জন্য পানি তোলা হয়, তার কাছেই জেগেছে বিস্তীর্ণ চর।

চরের কারণে সেখানে সরু হয়ে গেছে নদীর ধারা। চরটি আরও বিস্তৃত হলে সেই ধারাটি বন্ধ হয়ে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সেক্ষেত্রে প্রকল্পের দ্বিতীয় শোধনাগারটিও আর চালু করা যাবে না বলে আশঙ্কা করছে ঢাকা ওয়াসা।

এ অবস্থায় শোধনাগারের পানির উৎস ঠিক রাখতে পদ্মা নদীর ওই ধারাটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ওয়াসা থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে।

ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানো ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্য নিয়ে শুরু করা পদ্মা-যশলদিয়া প্রকল্প ২০১৩ সালের ৮ অক্টোবর অর্থনৈতিক পরিষদের জাতীয় নির্বাহী কমিটি-একনেকে অনুমোদিত হয়।

প্রকল্পের মোট ব্যয় ৩ হাজার ৬৭০ কোটি টাকা। এর মধ্যে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিয়েছে চীন সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন