![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/17/asma-asad-67b30bf767baa.jpg)
পরিবারের ‘গোপন তথ্য’ ফাঁস করার ইঙ্গিত আসাদের স্ত্রীর?
রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। যার ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিনের গোপন পারিবারিক গোপন তথ্য শিগগিরই প্রকাশ পেতে পারে। খবর মেহর নিউজ এজেন্সির।
এর আগে শাফাক নিউজ জানিয়েছিল, তাদের ছেলে হাফেজ বাশার আল-আসাদ সম্প্রতি এক্সে ঘোষণা দেন, আসন্ন পডকাস্ট পর্বে সিরিয়া ছেড়ে যাওয়ার পর তাদের অতীত সম্পর্কে ‘অকথিত সত্য এবং গোপনীয়তা’ প্রকাশ করা হবে।
হাফেজ তার পোস্টে বলেছেন, ‘সময় সবকিছু প্রকাশ করবে। শিগগিরই ঘটে যাওয়া সবকিছু ব্যাখ্যা করে এমন ভিডিও আসবে, যা তথ্য স্পষ্ট করবে। কেউ কেউ মনে করতে পারে যে অনুপস্থিতির অর্থই পালিয়ে যাওয়া, কিন্তু বিশৃঙ্খলার সময়ে এটি প্রয়োজনীয় নয়। কেউ কেউ অনুপস্থিতিতে চিৎকার করে, কিন্তু সত্য থাকার জন্য শব্দের প্রয়োজন হয় না। আমরা এখানে আছি, এবং সময় সবকিছু প্রকাশ করবে। ’