মাথার চুল পড়ে যাচ্ছে? ব্যবহার করুন রোজমেরি তেল, দেখুন জাদু

প্রথম আলো প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯

চুলের যত্নে যুগে যুগে নানা চিকিৎসা ও অপচিকিৎসা চলেছে। টাক এক ঘণ্টায় ঢেকে যাক, চটকদার এমন বিজ্ঞাপনও চোখে পড়ে হরহামেশা। এসব চিকিৎসা ও অপচিকিৎসায় কাজ হোক না হোক, চুলের যত্নে রোজমেরি তেল দারুণ এক দাওয়াই। দারুণ ভেষজ গুণসম্পন্ন এই তেল ব্যবহারে টাক মাথায় চুল গজায়, মাথায় থাকা চুলও থাকে ঝলমলে ও স্বাস্থ্যবান।


স্বাস্থ্যকর নানা সুবিধার কারণে রোজমেরি তেলের সুনাম বহু বছর ধরেই। তবে সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ের সুগন্ধি গুল্মটি আবার জনপ্রিয়তা পেয়েছে প্রাকৃতিকভাবে চুল বৃদ্ধির করার ‘ওষুধ’ হিসেবে। এ কারণে যাঁরা ‘বিউটি ইন্ডাস্ট্রি’তে কাজ করছেন, তাঁরা তো বটেই, সৌন্দর্যসচেতন মানুষের সাজঘরে জায়গা করে নিচ্ছে এই ভেষজ তেল।
রোজমেরিগাছ থেকে নিষ্কাশন করা এই তেল অ্যান্টি-অক্সিডেন্ট, প্রদাহরোধী যৌগ ও প্রয়োজনীয় নানা পুষ্টিতে ভরপুর। এসব উপাদান ফলিকলের উদ্দীপনা বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও