
‘যোধা আকবর’ দেখাবে অস্কার কর্তৃপক্ষ
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭
২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়াড়িকরের ‘যোধা আকবর’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। শনিবার এর ১৭ বছর পূর্ণ হয়েছে এটির। এ উপলক্ষে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে অস্কার কর্তৃপক্ষ তথা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এটি অনুষ্ঠিত হবে মার্চে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে।
অস্কারের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা আশুতোষ বলেন, ‘সিনেমাটির জন্য দর্শক যে ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। মুক্তি থেকে অস্কারের বিশেষ প্রদর্শনী পর্যন্ত এই সিনেমার পথচলা, আমাদের সবার জন্যই বড় প্রাপ্তি। এই প্রদর্শনী শুধু সিনেমার উদযাপন নয়; বরং আমাদের সমৃদ্ধ সংস্কৃতির উদযাপন।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি