যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় ৯ জনের প্রাণহানি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকিতেই মারা গেছেন আটজন। মূলত প্রবল বর্ষণের জেরে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। খবর বিবিসির।


কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে।


তিনি বাসিন্দাদের পরামর্শ দিয়ে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হওয়া থেকে দূরে থাকুন এবং নিজেদের নিরাপদ রাখুন। ঝড়ের কারণে প্রায় ৩৯ হাজার বাড়িতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও