১০০ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২

চলে গেলেন দক্ষিণ ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী চিত্তাজাল্লু কৃষ্ণভেণী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। আজ (১৬ ফেব্রুয়ারি) তার নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ অভিনেত্রী।


কৃষ্ণভেণী তার বহুমুখী অভিনয় এবং তেলেগু সিনেমার প্রতি ভালোবাসার জন্য ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। বছরের পর বছর ধরে তিনি এ শিল্পকে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেশ কয়েকটি বিখ্যাত সিনেমায় তিনি অভিনয় করেছেন। সেসব সিনেমা এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্মরণীয়।


চিত্তাজাল্লু কৃষ্ণবেণী ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে ১৯৩৬ সালে যাত্রা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি একজন প্রধান অভিনেত্রী এবং গায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কৃষ্ণবেণী একজন জমিদারকে বিয়ে করেন। যিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং ‘শোভনচলা’ নামের একটি স্টুডিওর প্রধানও ছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও