রিটার্ন জমা ৩৭ লাখের বেশি, সময় আর বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৩

জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় তিন দফায় সময় বাড়ানোর পর ৩৭ থেকে ৩৮ লাখ আয়কর বিবরণী জমার পড়ার তথ্য দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


তবে ব্যক্তিগত আয়কর বিবরণী জমা দেওয়ার এ পরিমাণ আগের বছরের চেয়ে ৫ লাখ কম। আগের করবর্ষে ৪৩ লাখের বেশি রিটার্ন জমা পড়েছিল। দেশে অবশ্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া ব্যক্তির সংখ্যা এর অনেক বেশি। টিআইএন থাকলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক হলেও অনেকে তা জমা দেন না।


রোববার ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার বর্ধিত সময়ের শেষ দিন ছিল। এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার এ সময় আর বাড়ানো হবে না।


সরকারের প্রত্যাশা অনুযায়ী জমা না পড়ায় এর আগে তিন দফায় সময় বাড়িয়ে জরিমানা ছাড়া আয়কর রিটার্ন ১৬ ফেব্রুয়ারি পর‌্যন্ত দাখিলের সুযোগ দিয়েছিল এনবিআর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও