
শিক্ষক নিয়োগ: দ্রুত আপিল নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান সাকির
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বাতিল করে দেওয়া হাই কোর্টের রায় পুনর্বিবেচনায় করা আপিলের দ্রুত নিষ্পত্তিতে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
রোববার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাই কোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশে এসে এ আহ্বান জানান জোনায়েদ সাকি।
একটি রিট মামলার প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাই কোর্ট। ওই রায় পুনর্বিবেচনায় আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা হাই কোর্টের রায়ের পর থেকেই তাদের নিয়োগ নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন। নিয়োগ নিশ্চিতের দাবিতে রোববার শাহবাগে মহাসমাবেশ করেন শিক্ষকরা।
এদিন দুপুরে মহাসমাবেশে আসেন জোনায়েদ সাকি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দুপুর আড়াইটায় বক্তব্য দেন।
সাকি বলেন, “আপনাদের যে দাবি সে দাবির বিষয়ে যাতে চূড়ান্ত মীমাংসা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করে সেজন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আপনারা দ্রুত কার্যকর উদ্যোগ নেন, যাতে স্বল্পতম সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল মীমাংসা হয়।”