![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/sabina-20250215215403.jpg)
সাবিনাদের শেষ সুযোগ
নিজেদের অবস্থানে অটল বিদ্রোহী ১৮ ফুটবলার। বাফুফের আহ্বানে সাড়া না দিয়ে পিটার বাটলারের অধীনে অনুশীলন বর্জন অব্যাহত আছে তাদের। বাফুফে সাবিনাদের জন্য দরজা খোলা রাখলেও তাদেরকে বাইরে রেখেই ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করেছে। বাফুফে থেকে বিদ্রোহী ফুটবলারদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা অনুশীলনে ফিরলেই তাদের সাথে চুক্তি করা হবে।
এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি শুরু হয়েছে নারী ফুটবলের ক্যাম্প। এক মাস হয়ে গেছে অনুশীলনে নেই সাবিনাসহ ১৮ ফুটবলার। ক্যাম্প শুরুর পর থেকে ক্যাম্পে বিদ্রোহের গুমোট ভাব শুরু হলেও বিস্ফোরিত হয় ৩০ জানুয়ারি। ওই দিন সন্ধ্যায় এক সাথে ১৮ ফুটবলার বাফুফে ভবনের নিচে নেমে সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়ে দেন, পিটার বাটলারের অধীনে তারা অনুশীলন করবেন না। প্রয়োজনে ফুটবল ছেড়ে দিয়ে চলে যাবেন।
এর পর অনেক জল গড়িয়েছে। সেটা সবার জানা। বিশেষ কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মেয়েদের সাথে কথা বলেছেন। দুইবার কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুনের সাথে। অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
- ট্যাগ:
- খেলা
- বাছাই
- এশিয়ান কাপ