![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/ckry_iLHcnG4.jpg)
‘স্বপ্নে পাওয়া সোনার পাতিল’ নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে যুবক নিহত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২
কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।