অল্প সংস্কার ও দ্রুত নির্বাচনের পথেই মুক্তি

জাগো নিউজ ২৪ ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩

সংস্কার কমিশনগুলো অনেক পরিশ্রম করে তাদের দৃষ্টিতে মূল্যবান সুপারিশসহ যে-সব প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধানগণ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দিয়েছেন। তবে আগে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন শুরু হবে নাকি নির্বাচন হবে তা নিয়ে এখনও চলছে নানা কথা।


গত ২৮ ডিসেম্বর ২০২৪ রাজধানীর খামারবাড়িতে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক সংলাপ অধিবেশন–৪ হয়েছে। সেখানে নির্বাচন নিয়ে বক্তাদের কেউ বলেছেন, ‘দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে।’ এর আগে ১৯ নভেম্বর ২০২৪ আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা জানিয়েছিলেন,-‘অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে।.. আমরা মোস্ট এসেনশিয়াল (অতি প্রয়োজনীয়) কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও