রাশিয়া বা চীন নয়, ইউরোপের হুমকি ইউরোপ নিজেই

বণিক বার্তা প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে বলেছেন, মহাদেশটির সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন থেকে নয়, বরং এই মহাদেশ নিজেই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা বলেন ভ্যান্স। খবর বিবিসি।


প্রত্যাশা করা হয়েছিল যে, ভ্যান্স মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে কথা বলবেন। তবে তিনি বেশিরভাগ সময় যুক্তরাজ্যসহ ইউরোপীয় সরকারগুলোকে তাদের মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও স্বাধীন মতপ্রকাশ নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার ব্যাপারে দোষারোপ করেন।


তার বক্তব্যে সম্মেলনস্থলে নেমে আসে নীরবতা। পরে সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন রাজনীতিক এর নিন্দা জানান। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এটি গ্রহণযোগ্য নয়।



ট্রাম্প প্রশাসনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেন ভ্যান্স যে, ইউরোপকে নিজেদের প্রতিরক্ষার জন্য বড় পরিসরে এগিয়ে আসতে হবে। তিনি ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করেন এবং বলেন, তিনি আশা করেন একটি যৌক্তিক সমাধান বের করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তা ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন ভ্যান্স।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও