![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/ranbir-kapil-sahrma-20250214143905.jpg)
রণবীরকে নিয়ে বিতর্কের মাঝেই কপিলের মন্তব্য ভাইরাল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪০
‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো-এ রণবীর এলাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্ক তুঙ্গে, তখনই নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন কমেডি কিং কপিল শর্মা। সম্প্রতি তার এক পুরনো মন্তব্য ভাইরাল হয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।
কপিল শর্মার জনপ্রিয় শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর একটি এপিসোডে তিনি বলেছিলেন, 'ভারতীয়রা দু'টি জিনিস সবচেয়ে বেশি ভালোবাসেন—ক্রিকেট এবং ফিল্ম।' সেই সঙ্গে তিনি মজার ছলে বলেছিলেন, 'ভোর ৪টায় ক্রিকেট ম্যাচ দেখতে বসে যাওয়া মানুষেরা পরে মা-বাবার কাবাডি দেখে ঘুমিয়ে পড়েন!'
এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কপিলের মন্তব্যকে 'হতাশাজনক' বললেও, অনেকেই তার সমর্থনে এগিয়ে এসেছেন। তাদের মতে, কপিল নিছক মজার ছলে কথাটি বলেছেন, এর মধ্যে কোনো বিদ্বেষ নেই।