‘ইতিহাসের সেরা ফুটবলার মেসি, ভুল সময়ে জন্ম রোনালদোর’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪০

হালের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের মধ্যে কে সেরা তা নিয়ে প্রায়শই বিতর্কে জড়ান ভক্তরা। এমনকি রোনালদো নিজেও তাকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করেন। তবে ডি মারিয়া মনে করেন, মেসি ইতিহাসের সেরা ফুটবলার।


ইনফোবায়ের ‘মি সিলেসিয়ন’ সিরিজে ডি মারিয়া বলেন, ‘আমার চোখে লিওই (মেসি) বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই।’


তবে রোনালদো নিজেকে ইতিহাসের সেরা দাবি করায় মোটেও অবাক হচ্ছেন না ডি মারিয়া, ‘আমি অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। সেসব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে। সময়টা ওর পক্ষে নয়। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও