
দায়িত্বের কারণে নাহিদাদের ঈদ এবার ভিন্ন
কদিন পরই নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। কঠিন সেই লড়াইয়ে নামার আগে তাই ফুরসত খুব একটা নেই। ঈদের সময়ও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চালু আছে ক্যাম্প। ঈদের আগের দিনও অনুশীলন করছেন নাহিদা আক্তাররা। দ্য ডেইলি স্টারকে এই ক্রিকেটার জানালেন দায়িত্ববোধের কারণেই এবার পরিবার থেকে দূরে ভিন্নরকম ঈদ করতে হচ্ছে তাদের
নারী ঢাকা প্রিমিয়ার লিগ (ডব্লিউডিপিএল) মিস করার পর আপনার চোট থেকে সেরে উঠার প্রক্রিয়া কেমন চলছে?
নাহিদা আক্তার: আলহামদুলিল্লাহ, এখন ভালো বোধ করছি। বাছাইপর্বে খেলার জন্য ডব্লিউডিপিএল মিস করেছি, তাই সুস্থ হওয়াটা খুবই জরুরি ছিল।
ক্যাম্পের কারণে পরিবারের সাথে ঈদ মিস করা নিশ্চয়ই কঠিন।
নাহিদা আক্তার: অবশ্যই, একটা দুঃখবোধ কাজ করে। কিন্তু একজন পেশাদার ক্রিকেটার হিসেবে, এটা মেনে নিতে হবে। কোথায় থাকা উচিত, তা আমি ঠিক করতে পারি না। মনে আছে, ২০১৫ সালে যখন আমরা পাকিস্তানে গিয়েছিলাম, তখন আমাদের সাথে একই রকম ঘটনা ঘটেছিল। ঈদের পরের দিনই আমাদের পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল, তাই আমরা এখানে একসাথে ঈদ উদযাপন করেছিলাম। ঈদের দিনগুলোতে পরিবারের সাথে না থাকতে পারাটা অবশ্যই দুঃখের বিষয়, তবে দলও আমাদের জন্য একটি পরিবার, তাই সেই দুঃখবোধটা বেশি দিন থাকে না।
- ট্যাগ:
- খেলা
- নারী ক্রিকেট দল
- নারী ক্রিকেটার