ক্রিস্টিয়ানো রোনালদো ঈদ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন। মধ্যপ্রাচ্যে আসার পর থেকে তিনি শুধু লিগের অন্যতম মুখই নন, বরং সৌদি আরবের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত হয়েছেন।
সৌদি আরবে গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি বাণিজ্যিক দিক থেকেও তিনি সবচেয়ে বড় ক্রীড়াবিদদের একজন।