স্ত্রী–প্রেমিকাদের ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাবেন রোহিত–কোহলিরা

প্রথম আলো প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এ জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে ভারত ক্রিকেট দল। তিন সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে তাঁদের পরিবারের কেউ দুবাইয়ে যাবেন না। চ্যাম্পিয়নস ট্রফিতেই প্রথমবারের মতো কার্যকর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভ্রমণনীতি।


বিসিসিআইয়ের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা। করাচিতে চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ মার্চের ফাইনালে। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত ফাইনালে খেলবে—এটা বিবেচনায় রেখেও খেলোয়াড়দের পরিবারের সঙ্গ পেতে দেবে না বিসিসিআই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও