![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/dr-quazi-deen-mohammad-professor-neuro-130225-1739458391.jpg)
আন্দোলনের মধ্যে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক দ্বীন মোহাম্মদের পদত্যাগ
চিকিৎসকদের আন্দোলনের মধ্যে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ পদত্যাগ করছেন।
বুধবার স্বাস্থ্য উপদেষ্টার কাছে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চেয়ে চিঠি দিয়েছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা এ পরিচালক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওনার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন তিনি। সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য।”
এক চিকিৎসককে এ হাসপাতালে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে চিকিৎসকদের প্রতিবাদের মধ্যে বুধবার সেখানে মারধরের ঘটনা ঘটে। সহকর্মীকে মারধরের কারণে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকদের একটি অংশ। এর প্রতিবাদে পরিচালক ডা. দ্বীন মোহাম্মদের পদত্যাগও দাবি করেন তারা।
এ ঘটনার মধ্যে বৃহ্স্পতিবার দায়িত্ব ছাড়তে চেয়ে নিয়োগ বাতিলের চিঠি দেন ২০১৪ সাল থেকে এ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের পদে থাকা অধ্যাপক দ্বীন মোহাম্মদ।