প্রিন্সেস টিনা খানের মেয়ে অভিনেত্রী রিমুর আক্ষেপ ও সাবলেট বাসা

প্রথম আলো প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪

একটি পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করেছেন এই অভিনেত্রী। প্রয়োজনে সাবলেটেও থাকতে চান। সেখানে ভাড়া থেকে শুরু করে সবকিছুই ভাগাভাগি করবেন, এমনকি সেই পরিবারের মানুষের পাশে দাঁড়াতেও আপত্তি নেই। মনের এই ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। তিনি একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিন্সেস ডায়ানাখ্যাত টিনা চৌধুরীর মেয়ে। কেন সাবলেটে থাকতে চান সেটাই জানালেন রিমু।


রিমু জানান, তিনি ১৩ বছর ধরে একটি বাসায় একাই থাকেন। সেই বাসা ছাড়তে যাচ্ছেন। কিন্তু এবার আর একা নয়, থাকতে চান কোনো একটি পরিবারের সঙ্গে বা কোনো একটি পরিবারের সদস্য হয়ে। রিমু বলেন, ‘আমার ৪২ বছরের জীবনে আমি কখনোই কোনো পরিবারের সঙ্গে থাকতে পারিনি। আমাকে শৈশব থেকেই একা বড় হয়ে নিজের দায়িত্ব নিতে হয়েছে। আমার এখন চাওয়া কোনো একটি পরিবারের সঙ্গে থাকা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও