দুই বাংলার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান এখন নেদারল্যান্ডসে আছেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা 'পুতুল নাচের ইতিকথা' এই উৎসবে মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
নেদারল্যান্ডস থেকে জয়া আহসান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা দেখেছেন। এখানকার অনেক দর্শক পুতুল নাচের ইতিকথা পছন্দ করেছেন। প্রচুর প্রশংসা পেয়েছি।
তিনি বলেন, ভীষণ ভালো লাগছে এত দূরের একটি দেশে এবং এত বড় একটি উৎসবে বাংলা সিনেমা নিয়ে এসেছি। আমার অভিনীত সিনেমা নিয়ে এসেছি। অনুভূতি খুবই ভালো। অনেক ভালোলাগা কাজ করছে।
জয়া আহসান বলেন, এটা অনেক বড় একটি চলচ্চিত্র উৎসব। অনেক দেশের মানুষ অংশ নিয়েছেন। অনেক বড় বড় চলচ্চিত্র পরিচালকরা এসেছেন। পুতুল নাচের ইতিকথা তাদের ভাবিয়েছে। গল্পটা অসাধারণ।
'পুতুল নাচের ইতিকথা তো বাংলার গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের লেখক। তিনি বাংলার গল্প বলেছেন। সেখান থেকে সিনেমা হয়েছে। প্রথম প্রদর্শনীতে অনেক সাড়া পেয়েছি।'