![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/rahul-gandhi-20250212095122.jpg)
সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য: রাহুল গান্ধীকে তলব করলেন আদালত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬
ভারতীয় সেনাবাহিনীকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের এমপি এমএলএ আদালত। ইতোমধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে।
লক্ষ্ণৌয়ের এই আদালতটি একটি বিশেষায়িত আদালত— শুধু এমপি এবং বিধায়কদের মামলার বিচার হয় এ আদালতে। ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (ব্রো) সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের করা একটি মামলার জেরে রাহুলকে পাঠানো সেই নোটিশে বলা হয়েছে, আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন আদালতে হাজির হতে হবে তাকে।
মামলার অভিযোগপত্র অনুসারে, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচি চলাকালে এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধোর করছে চীনের সেনারা।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তলব
- রাহুল গান্ধী