![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/vinicious-20250212103728.jpg)
ম্যানসিটি সমর্থকদের সেই ব্যানার নিয়ে যা বললেন ভিনিসিয়ুস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১
গেল বছরের ব্যালন ডি’অর বিতর্ক কার অজানা? ফুটবলপ্রেমীদের মধ্যে হয়তো এমন কেউই নেই। যেখানে অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বর্ষসেরা ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, কিন্তু শেষ মুহূর্তে ব্যালন ডি’অর তুলে দেওয়া হয়েছিল ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে। এরপর রাগে-ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ।
গতকাল মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে সেই বিতর্কিত বিষয় তুলে ভিনিসিয়ুসকে খোঁচা দেন ম্যানসিটির সমর্থকরা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবলপ্রেমী