চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সঙ্গী খালেদ ও হাসান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের পূর্বঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে দলের সঙ্গে দুবাইয়ে যাবেন বাড়তি দুজন পেসার।


সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে সহযোগিতার জন্য সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে যাবে বাংলাদেশ। দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে চলে আসবেন দেশে।


বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন এটি।


“জাতীয় দলের সঙ্গে দুজন পেসার যাবে, হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েক দিন অনুশীলন, সেখানে থাকবে ওরা।”


আট দলের এই আইসিসি টুর্নামেন্ট খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। সেদিনই হাসান ও খালেদ দলের সঙ্গী হবেন। এরই মধ্যে দেশে চলমান অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও