![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/bpl-20250211204025.jpg)
বিপিএলে ১২ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে: ফারুক
টিকিট নিয়ে এবার শুরুতে রীতিমত তুলকালাম কাণ্ড ঘটেছে। শুরুতে টিকিট পেতে ভোগান্তির শিকার হয়েছেন দর্শকরা। উন্মুখ দর্শকরা টিকিট না পেয়ে শেরে বাংলার মূল প্রবেশদ্বার ভেঙ্গেছেন প্রথম দিনই। সাথে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
অনলাইনে মোট টিকিটের প্রায় ৬০ ভাগ বিক্রি হবে, দর্শক ও ক্রিকেট অনুরাগীদের কাছে খুব ভালভাবে সে তথ্যটা পৌঁছে দিতে শুরুতে বিলম্ব করেছে আয়োজক বিসিবি। তাতেই মুল ভেন্যু শেরে বাংলার পশ্চিম, উত্তর এবং পূর্বদিকে জাতীয় সুইমিং কমেপ্লেক্স লাগোয়া টিকিট কাউন্টারে টিকিট ক্রয়ে হাজার হাজার মানুষের ভিড় লেগেছিল।
সেখানে চাহিদামত টিকিট না পেয়ে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। এরপর ধীরে ধীরে টিকিট বিক্রির নতুন সিস্টেমটা সবাই জেনে ও বুঝে যাওয়ায় আর তেমন অনাকাঙ্খিক ও অস্বাভাবিক ঘটনা ঘটেনি।
বরং মাঠে উপস্থিত দর্শকদের বড় অংশ এবার অনলাইনে নিজ নিজ টিকিট সংগ্রহ করেছেন এবং সবচেয়ে বড় কথা বিপিএলের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ১২ কোটির টাকারও বেশি মূল্যের টিকিট বিক্রি হয়েছে।