You have reached your daily news limit

Please log in to continue


শিডিউল কল করা যাবে হোয়াটসঅ্যাপে, যেভাবে করবেন

বর্তমান সময়ে খুব কম মানুষ রয়েছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না। এই অ্যাপটিতে নানা সুযোগ-সুবিধা পাওয়া যায়। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে যোগ হয়েছে নতুন এক ফিচার। আর এই ফিচারটি হলো শিডিউল কল।

অনেকে বিদেশে থাকা প্রিয়জন বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল ব্যবহার করেন। এ বার থেকে সহজে হোয়াটসঅ্যাপ কল শিডিউল করা যাবে। কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপ কল এখন থেকে শিডিউল করা যাবে। কিভাবে করবেন, চলুন দেখে নিই।

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে 'Calls' সেকশনে ক্লিক করতে হবে। এরপর 'Create New Call Link'-এ ক্লিক করতে হবে। এর দ্বারা একটি unique link পাওয়া যাবে।

সেই unique call link পাওয়ার পর কলের ধরন কী হবে, ভিডিও কল, নাকি ভয়েস কল, সেটি নির্বাচন করতে হবে।

তা নির্বাচন করার পর এই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার প্রক্রিয়া শেষের পথে এগোবে।

হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার জন্য সবচেয়ে শেষে যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাকে সেই unique call link টি পাঠিয়ে দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন