মজার আফলাতুন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮

মধ্যপ্রাচ্যের মিষ্টি হলেও এই উপমহাদেশে জনপ্রিয়তা পেয়েছে বহু আগে। অনেকে আবার পশ্চিমাদের কেকের ভারতীয় সংস্করণ মনে করে।


মিষ্টি যেখানকারই হোক- আফলাতুনের উপাদানে থাকতে হবে সুজি, ঘি, ডিম।


আর এই মিষ্টি বানানোর সহজ রেসিপি দিয়েছে রন্ধনশিল্পী মিতা খানম।


উপকরণ



  • সুজি ২ কাপ

  • ঘি দেড় কাপ

  • গুঁড়া দুধ দেড় কাপ

  • চিনি দেড় কাপ

  • ডিম ৫টি

  • জায়ফল গুঁড়া সামান্য

    পদ্ধতি

  • প্রথমে একটি বড় বাটিতে সুজি নিন। ঘি দিন। তারপর গুঁড়া দুধ দিয়ে ভালো ভাবে ঝুর ঝুরা করে মেখে নিন।

  • চিনি দিয়ে আবার মেশান। ডিম ফেটে দিয়ে ভালো করে মেখে নিন।

  • জায়ফল গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।

  • এরপর কেকের মোল্ডে ঢেলে ওভেনে বেইক করুন ২০০ ডিগ্রিতে ৩০ মিনিট।

  • পরখ করে নিন। হয়ে গেলে নামিয়ে নিন।

  • ঠাণ্ডা হলে বরফির আকারে কেটে পরিবেশন করুন মজাদার আফলাতুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও