ঘুরতে গেলে অ্যাকুয়ারিয়ামে মাছের পরিচর্যা করবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৭

ছুটিতে ঘুরতে গেলে অ্যাকুয়ারিয়ামের মাছ দেখভাল করা নিয়ে সমস্যায় পড়েন? বাড়িতে কেউ না থাকলে, তাদের খেতে দেবে কে? সপ্তাহখানেক বিনা যত্নে বাঁচবে তো তারা?


বাড়িতে কেউ না থাকলেও অ্যাকুয়ারিয়ামের মাছ দিব্যি সুস্থ রাখা সম্ভব কয়েকটি কৌশল জানলেই। তাদের খাওয়া নিয়েও সমস্যা হবে না এতে।


মাছ খাওয়ানোর যন্ত্র: বাড়িতে লোকজন না থাকলে মাছ খাওয়ানোর যন্ত্র কাজে আসবে। এই ধরনের যন্ত্র দুরকম হয়। একটিতে ক্যালশিয়ামের সঙ্গে খাবার যুক্ত হয়ে থাকে, অন্যটিতে খাদ্য থাকে জেলের মতো থকথকে অবস্থায়। দুই ক্ষেত্রেই অ্যাকুয়ারিয়ামের পানিতে খুব ধীর গতিতে খাদ্যকণা মিশতে থাকে। ফলে মাছের গোগ্রাসে খেয়ে ফেলার সম্ভবনা থাকে না।


স্বয়ংক্রিয় যন্ত্র: মাছ খাওয়ানোর জন্য স্বয়ংক্রিয় যন্ত্র পাওয়া যায়। যার মধ্যে খাবার দিয়ে সময় নির্দিষ্ট করে দেওয়া যায়। ওই যন্ত্র থেকে নির্দিষ্ট সময়ে খাবার বেরিয়ে আসে। খাবারের পরিমাপও নিয়ন্ত্রণ করা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও