![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/noakhali-devil-hunt-110225-01-1739279245.jpg)
‘ডেভিল হান্টের’ তৃতীয় দিনে গ্রেপ্তার ৬০৭ জন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮
দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক, ৬০৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আগের দিন এই বিশেষ অভিযানে সারাদেশে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৬৮ জন।
এ নিয়ে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫।
বার্তায় বলা হয়, অভিযানকালে গত ২৪ ঘণ্টায় দুইটি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শ্যুটারগান, একটি পাইপগান, দুইটি গুলি, পাঁচটি কার্তুজ, দুইটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লায়ার্স, দুইটি বাটাল ও দুইটি লাঠি জব্দ করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- যৌথবাহিনীর অভিযান