চাকরিচ্যুত ২২০০ পুলিশ সদস্যকে পুনর্বহালের দাবি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮

বিগত সরকারের আমলে চাকরি হারানো ২২০০ পুলিশ সদস্যকে পুনর্বহালের দাবি জানিয়েছে ‘ভিকটিম পুলিশ পরিবার’। একই সঙ্গে, ১ হাজার ৫২২ সদস্যকে পুনর্বহালের বিষয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।


সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ পুলিশও রয়েছে। স্বৈরাচারী সরকারের আমলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্যকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়, যা বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে।

তাঁরা দাবি করেন, সেই সময় পুলিশ বাহিনীর কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন। বিভাগীয় তদন্তের নামে একতরফা নীতি অনুসরণ করা হয়, যেখানে স্বচ্ছতার কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি আদালতের একাধিক রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও চাকরিতে পুনর্বহাল করা হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও