
গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের নতুন কর্মসূচি
আওয়ামী লীগকে নিষিদ্ধ, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দলের কার্যালয় আল রাজী কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে গণঅধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
দেশব্যাপী কর্মসূচি নিয়ে তিনি বলেন, গণঅধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচার বিলম্বের কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৪ ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরও বেশি সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। এছাড়া ১৯ ফেব্রুয়ারি জেলায় জেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে।