![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/fan-20250211131121.jpg)
অনেকদিন বন্ধ থাকার পর ফ্যান চালালে যেসব বিষয়ে নজর দেবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬
গত ৩ থেকে ৪ মাস ফ্যান বন্ধ রেখেছেন। গরমে ফ্যানের বাতাস স্বস্তি দিলেও শীতে কষ্টদায়ক। তবে শীতকালে দীর্ঘদিন ফ্যান বন্ধ থাকার পর তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি শট-সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন বন্ধ থাকার পরও ব্যবহার করা যেতে পারে ফ্যান। থাকবে না কোনো দুর্ঘটনা ঘটার ভয়ও। কোন কোন নিয়ম মানতে হবে শীতের পর ফ্যান চালানোর সময়, চলুন জেনে নেওয়া যাক-
- ট্যাগ:
- লাইফ
- কুলিং ফ্যান
- ফ্যান
- পোর্টেবল ফ্যান