
২০২৫ আইপিএলের আগেই বিক্রি হয়ে যাচ্ছে গুজরাট টাইটান্স
যুগান্তর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০
আইপিএল ২০২৫ শুরুর আগেই গুজরাট টাইটানসের মালিকানায় বড় পরিবর্তন আসতে চলেছে। যদিও দলটি সম্পূর্ণ বিক্রি হচ্ছে না, তবে অধিকাংশ শেয়ার নতুন মালিকের হাতে চলে যাবে। ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, এবার যুগ্ম মালিকানায় আইপিএলে অংশ নেবে গুজরাট টাইটানস।
জানা গেছে, আহমেদাবাদভিত্তিক প্রতিষ্ঠান টরেন্ট গ্রুপ গুজরাট টাইটানসের ৬৭ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে। যদিও এই শেয়ার কেনাবেচার চূড়ান্ত মূল্য এখনও নির্ধারিত হয়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনও এখনো মেলেনি, তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ এগিয়ে চলছে। ধারণা করা হচ্ছে, আইপিএল ২০২৫ শুরুর আগেই মালিকানা হস্তান্তর চূড়ান্ত হবে।