‘অ্যান্টিগুয়ার নাগরিক’ বসির ছিলেন ইউসিবির পরিচালক, পাচারচক্রে আরও যারা

যুগান্তর প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯

বিদেশে অর্থ পাচার সিন্ডিকেটে জড়িত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক বসির আহমেদ। তিনি পাচাকারী চক্রের ‘মাস্টারমাইন্ড’ ব্রিটিশ-বাংলাদেশের দ্বৈত নাগরিক মোহাম্মদ আদনান ইমাম ও রনি সিন্ডিকেটের একজন প্রভাবশালী সদস্য।


পরিচালক পদের প্রভাব খাটিয়ে তিনি আমদানি-রপ্তানির আড়ালে পাচার করেছেন বিপুল অর্থ। পাচারকৃত অর্থের কিছু অংশ বিনিয়োগ দেখিয়ে সপরিবারে নিয়েছেন দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার নাগরিকত্ব। আর পাচারকাণ্ড নির্বিঘ্ন করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও যুক্তরাজ্যে একই নামে কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। কোম্পানির মালিকানায় লিখিয়েছেন নিজের, স্ত্রী ও সন্তানের নাম। আর পরিচয় গোপন রাখতে নিজেদের জাতীয়তা উল্লেখ করেছেন ‘অ্যান্টিগুয়ান নাগিরক’।


বসিরের স্ত্রী তারানা আহমেদ মেঘনা ব্যাংকের পরিচালক। এই ব্যাংকের আরেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনির (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই) স্ত্রী ইমরানা জামান চৌধুরী। নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিডেট নামে প্রতিষ্ঠানেও আদনান, রনি, বসির ও জুনায়েদের যৌথ বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগের অর্থও বিভিন্ন ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে। তাদের এই ব্যবসায়িক অংশীদারত্ব সিন্ডিকেটের বিষয়টি স্পষ্ট করেছে। যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে বিদেশে অর্থ পাচারের চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও