‘জংলি’র গল্প দর্শকদের ভাবাবে : সিয়াম

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

ঈদ আসতে আরো প্রায় দুই মাস বাকি। তবে সিনেমাপাড়ায় ইতিমধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। আগে থেকেই ঘোষণা দিয়ে প্রেক্ষাগৃহ মাতাতে আসছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদুল ফিতরে মুক্তি পাবে তার সিনেমা ‘জংলি’।

এতে তিনি অভিনয় করেছেন জনি চরিত্রে। আজ রবিবার উন্মুক্ত হয়েছে সিনেমাটির ক্যারেক্টার লুক পোস্টার। 


সদ্যই সিনেমার নতুন লুক প্রকাশ করলেন যেখানে একদম রোমান্টিক আমেজে দেখা গেছে। তার আগে একই সিনেমার আরেক লুকে গোঁফভর্তি গাল, লম্বা লম্বা চুলে দেখা গিয়েছিল।

রহস্যটা কী?  


ফার্স্ট লুক, সেকেন্ড লুক জানি না- ইটস এনাদার লুক। লুকগুলোর সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য সিনেমাটির টিজার-ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে স্টোরি-টেলিংয়ের জন্য যেটা করা দরকার ছিল সেটাই করেছি। গল্পে দুইটা চরিত্রের আলাদা দুইটা জায়গা আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও