স্বল্প ওজনের অপরিণত নবজাতক জন্ম নেওয়া রোধে যা করতে হবে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০২
সাধারণত সময়ের আগে যে শিশুর জন্ম হয়, তার ওজন কম থাকে। তবে অনেক সময় মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা বা গর্ভাবস্থার জটিলতার কারণেও সঠিক সময়ে অর্থাৎ ৩৭ সপ্তাহ পূর্ণ করে জন্মানো শিশুরও ওজন কম হতে পারে। এদের বলা হয় স্বল্প ওজনের কিন্তু পূর্ণ গর্ভাবস্থার নবজাতক।
দেশে প্রতিবছর ২৫ হাজার নবজাতক স্বল্প ওজনের এবং অপরিণত হওয়ার কারণে মারা যায়। এ ছাড়া আমাদের দেশে ১৬ শতাংশ অপরিণত নবজাতক এবং ২৩ শতাংশ স্বল্প ওজনের নবজাতকের জন্ম হয়।
কারণ
» কম বয়সে মা হওয়া কিংবা অপুষ্টিতে ভোগা মা।
» মায়ের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন শারীরিক সমস্যা।
» একের বেশি সন্তান একসঙ্গে গর্ভে থাকা।
» গর্ভের সন্তানের শারীরিক জটিলতা।
» মায়ের জরায়ুর সমস্যা।
» মায়ের গর্ভকালীন রক্তপাত।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কম ওজন
- অপরিণত নবজাতক