![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/naga-samantha-20250208194958.jpg)
মাঝেমধ্যে অপরাধী মনে হয়, সামান্থার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নাগা
দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছেন অভিনেতা নাগা চৈতন্য। দ্বিতীয়বারের মতো জীবনের নতুন ইনিংস শুরু করলেও নায়কের প্রথম সংসার ভাঙন নিয়ে এখনও চর্চা তুঙ্গে।
সম্প্রতি সামান্থার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন নাগা চৈতন্য। অভিনেতার দাবি, নিজেকে মাঝেমধ্যে অপরাধী বলে মনে হয়।
সম্প্রতি নাগা ব্যস্ত তার নতুন ছবি ‘থান্ডেল’-এর প্রচারে। এই সিনেমারই এক অনুষ্ঠানে নিজের প্রথম বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে কথা বললেন তিনি।
নাগার দাবি, ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তারা দু’জনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এই সিদ্ধান্ত দু’জনে মিলেই নিয়েছিলেন। এখনও তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সামাজিক মাধ্যমে বা সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।
নাগা বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।