‘কঠোরতম অভিবাসন নীতি’ আনতে যাচ্ছে বেলজিয়াম

ঢাকা পোষ্ট বেলজিয়াম প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭

পারিবারিক পুনর্মিলন ভিসাসহ নানা ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্ত ডে ভেফা তার সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন পার্লামেন্টে।


সেখানে তিনি জানিয়েছেন, অভিবাসন নিয়ন্ত্রণে, বিশেষ করে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হবে। তিনি বলেন, “আরও সুশৃঙ্খল এবং আরও মানবিক অভিবাসন নীতির জন্য আমাদের আরও কঠোর হতে হবে।”


২০২৪ সালে বেলজিয়ামে ৩৯ হাজার ৬১৫টি আশ্রয় আবেদন জমা পড়েছিল, যা আগের বছরের চেয়ে ১১ দশমিক ছয় শতাংশ বেশি। অন্যদিকে সারা বছরে ৩৬ হাজার ২০০ জনকে রাখার মতো ব্যবস্থা আছে দেশটির আশ্রয়কেন্দ্রগুলোতে।


গত বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, বেলজিয়ামে বসবাসরত জনগোষ্ঠীর পাঁচ দশমিক দুই শতাংশ ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় কোনও দেশের অভিবাসী। যুদ্ধের প্রেক্ষিতে ইউক্রেন থেকে ৭৭ হাজার ৬৪৫ জন দেশটিতে প্রবেশ করেছেন।


দ্য কমিশনার জেনারেল ফর রিফিউজ্যিস অ্যান্ড স্টেটলেস পার্সনস এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে বেলজিয়ামে ১১ হাজার ৬১টি আবেদন শরণার্থী ও সহায়ক সুরক্ষার স্বীকৃতি পেয়েছিল। সে সময় আবেদন গ্রহণের হার ছিল ৪৩ শতাংশ। সে বছর সুরক্ষা পাওয়া নাগরিকদের মধ্যে শীর্ষে ছিলেন সিরিয়ান, আফগান, ইরিত্রিয়ান ও ফিলিস্তিনিরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও