
ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরের শপিং মলে রাতভর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হয়েছে।
আজ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, '৬১ জন নিরপরাধ নাগরিকের জীবন কেড়ে নিয়েছে এই মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা। মৃতদের বেশিরভাগই ধোঁয়ায় দম আটকে মারা গেছেন। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ এতোটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না'।
এর আগে সরকারি সংবাদসংস্থা আইএনএকে ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মেদ আল-মিয়াহি ৫০ জন হতাহতের তথ্য জানিয়েছিলেন।
বুধবার রাতে হাইপার মলটিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।