
ইরাকে শপিংমলে আগুন, নিহত ৫০
ইরাকের একটি শপিংমলে আগুন লেগেছে। এতে হতাহত হয়েছে কমপক্ষে ৫০ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ জন হতাহত হয়েছেন।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, বুধবার রাতে একটি শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অগ্নিকাণ্ডে নিহত
- শপিংমল