![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/best-tech.jpg)
২০০০–২০০৯: পৃথিবী বদলে দেওয়া যত প্রযুক্তি
বিশ্বের প্রযুক্তির ইতিহাসে ২০০০ থেকে ২০০৯ সাল ছিল এক বিশাল পরিবর্তনের যুগ। দৈনন্দিন জীবনকে বদলে দেওয়ার পাশাপাশি সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতির কাঠামোকেই নতুন করে সাজিয়ে দিয়েছে এই দশকের বেশ কিছু উদ্ভাবন। দুনিয়া কাঁপানো সেই প্রযুক্তিগুলো এক নজরে দেখে নেওয়া যাক—
২০০০: গুগল অ্যাডওয়ার্ডস
অনলাইন বিজ্ঞাপন শিল্পে গুগল অ্যাডওয়ার্ডসের প্রভাব অনেক। অ্যাডওয়ার্ডস অ্যাডভান্সড পারফরমেন্স-ভিত্তিক বিজ্ঞাপন মডেলটি নিয়ে আসে গুগল, যা বিজ্ঞাপনকে আরও কার্যকর এবং সাশ্রয়ী করে তোলে। গুগল অ্যাডওয়ার্ডস-এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাদের লক্ষ্য গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য সার্চ রেজাল্ট, ইউটিউব ভিডিও, অ্যাপ্লিকেশন, গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন দেখাতে পারেন। এর মাধ্যমে আপনি কীওয়ার্ড বা আগ্রহের ভিত্তিতে বিজ্ঞাপন নির্বাচন করতে পারেন, যাতে আপনার পণ্য বা সেবা সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়। ২০২৪ সালের শেষের দিকে গুগলের বিজ্ঞাপন রাজস্ব ছিল ২০০ বিলিয়ন ডলারেরও বেশি।
২০০১: অ্যাপল আইপড ও উইন্ডোজ এক্সপি
২০০১ সালে উইন্ডোজ এক্সপি এবং ওএস এক্স (বর্তমানে ম্যাকওএস) ১০.০ উন্মোচিত হয়েছিল, যা বর্তমান ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলোর ভিত্তি তৈরি করেছে।
সেই বছর আইপডের আগমন ছিল এক যুগান্তকারী পরিবর্তন। এতে মিউজিক রাখার বিপুল পরিমাণ জায়গা ছিল। এই প্রযুক্তি স্মার্টফোনের পথপ্রদর্শক ছিল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তি
- জীবন বদলে যাওয়া