You have reached your daily news limit

Please log in to continue


তাসকিনের রেকর্ড কি আজ ফাইনালে ভেঙে যাবে

তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তিনি রেকর্ড গড়লেও তাঁর দল দুর্বার রাজশাহী ছিটকে গেছে লিগ পর্বেই।

নি: সঙ্গ শেরপার মতো এবার তিনি রাজশাহীকে টেনেছেন। ১২ ম্যাচে ৬.৪৯ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারের বিপিএলে তাসকিনের পর যৌথভাবে দুইয়ে আছেন সৈয়দ খালেদ আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। খালেদ, ফাহিম, আকিফ নিয়েছেন ২০টি করে উইকেট। যেখানে খালেদের চিটাগং কিংস ও ফাহিমের ফরচুন বরিশাল আজ সন্ধ্যায় মিরপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আকিফের রংপুর রাইডার্স এলিমিনেটরেই ছিটকে গেছে।

ফাহিম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন এবং এরই মধ্যে বিপিএল ছেড়ে তিনি চলে গেছেন। পাকিস্তানি এই পেসার তাহলে বিপিএলে রেকর্ড ভাঙার হিসেব থেকে বাদ। তবে খালেদের সেই সুযোগ তো থাকছে। ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট। তুলনামূলক খরুচে হলেও চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে ওঠাতে (সেরা দুই) অসাধারণ অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। মিরপুরে ৩০ জানুয়ারি লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের রেকর্ড ভাঙতে খালেদের ৬ উইকেট দরকার, যা একটু কঠিন। তবে অসম্ভব তো নয়। কে বলতে পারে, আজ ফাইনালেই হয়তো ক্যারিয়ারসেরা বোলিং করলেন খালেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন