বিশ্ব ইজতেমা: টঙ্গীর ময়দান হস্তান্তর, ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবার পর টঙ্গীর তুরাগ তীরের ময়দান গাজীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় সমন্বয় কমিটির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তাবলীগ জামাতের শুরায়ে নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ছয় দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিল, আমরা তা পূরণ করে ইজতেমা সম্পন্ন করেছি।