ভীষণ সম্মানিত বোধ করছি: ফেরদৌস আরা
আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এ পদক পাচ্ছেন। পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে এ শিল্পী জাগো নিউজকে বলেন, ‘রাষ্ট্র এতো বড় সম্মান আমাকে দিয়েছে, এজন্য আমি ভীষণ সম্মানিত বোধ করছি। একুশে প্রাপ্তির সংবাদ জেনে আমি সীমাহীন আনন্দিত। এই আনন্দ আমার অসংখ্য ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করছি।’
রাষ্ট্রীয় বেতার ও টিভি চ্যানেলে ফেরদৌস আরা গত ১৫ বছর গান গাইতে পারেননি। অংশ নিতে পারেননি কোনো অনুষ্ঠানে। ভিন্নমতের হওয়ায় বিগত সরকারের আমলে অনেক শিল্পীই সেই কালো তালিকাভুক্ত ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও ফেরদৌস আরা বিটিভি ও বেতারের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে সম্প্রতি জাগো নিউজকে এ কথা জানান।
ফেরদৌস আরা সব ধরনের গান গাইলেও নজরুলসংগীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন ফেরদৌস আরা। চার যুগেরও বেশি সময় ধরে সংগীতচর্চা করছেন এই শিল্পী। উজবেকিস্তানে জাতিসংঘ আয়োজিত লোকসংগীত উৎসবে নজরুলসংগীত গেয়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি।