সিআইএফের পর্যবেক্ষক হলেন জাকির হোসেন খান

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৪

বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ স্ট্র্যাটেজিক ক্লাইমেট ফান্ডের (সিআইএফ) নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা-চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান। ২০২৫-২০২৭ মেয়াদে তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।


একই সঙ্গে চেঞ্জ ইনিশিয়েটিভ সিআইএফের অফিশিয়াল পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিযুক্ত হয়েছে, যা জলবায়ু সুশাসন শক্তিশালী করা এবং জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সংস্থাটির ভূমিকা আরো সুসংহত করবে।


এম জাকির হোসেন খান বলেন, ‘সিআইএফের নীতি-নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়।

জলবায়ু বিনিয়োগ নীতিগুলো যেন আরো স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হয়, সে লক্ষ্যে আমরা সক্রিয় ভূমিকা রাখব। জলবায়ু অর্থায়নের জবাবদিহি নিশ্চিত করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য যথাযথ অর্থায়ন কাঠামো গড়ে তোলার পক্ষে আমরা সুপারিশ করব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও